অনলাইন ব্যবসায় প্রতারণা বন্ধ করা হোক

| শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ৯:১৬ পূর্বাহ্ণ

বর্তমানে অনলাইন কেনাকাটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। তবে কিছু অসাধু বিক্রেতা এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণা করছে, যা ক্রেতাদের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্রেতা আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে যাচাইবাছাই না করেই অগ্রিম টাকা পরিশোধ করেন। পরে প্রতারকরা টাকা নিয়ে নম্বর ব্লক করে দেয়, ফলে যোগাযোগের কোনো সুযোগ থাকে না। আবার কিছু বিক্রেতা মিথ্যা রিভিউ দিয়ে তাদের পেজকে বিশ্বাসযোগ্য করে তোলে, যার ফলে সহজেই মানুষ প্রতারিত হয়। এমনকি অনেকে ডেলিভারি চার্জ নিয়েও ব্লক করে দেন। এ ধরনের প্রতারণা এড়াতে সতর্কতা অবলম্বন করা জরুরি। ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্য গ্রহণ করা, বিক্রেতার পরিচয় ও রিভিউ যাচাই করা, এবং পরিচিতদের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। অনলাইন কেনাকাটার প্রতি আস্থা ধরে রাখতে সাইবার ক্রাইম ইউনিট ও প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। প্রতারকদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, যাতে ভোক্তারা নিরাপদে কেনাকাটা করতে পারেন এবং ইকমার্স খাত আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয়।

তানভীর আহমদ রাহী

শিক্ষার্থী,

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধঅসিতকুমার বন্দ্যোপাধ্যায় : অধ্যাপক ও গবেষক
পরবর্তী নিবন্ধস্বাধীনতা আমার