সময়ের পরিবর্তনে অনলাইনে কেনাকাটা এখন এতটাই সহজ ও স্বাভাবিক হয়ে গেছে যে, আমরা কোনো কিছু না ভেবে চিন্তে দিন দিন প্রতারণার শিকার হচ্ছি। বিশেষ করে বাংলাদেশ এ ক্ষেতে বড় দুর্ভাগা। অনলাইন ই–কমার্সের নামে এক একটি ঠকবাজির ঘটনা ধরা পড়ছে। পিলে চমকানো অবিশ্বাস্য কাণ্ডকীর্তি। ভারতের সেরা ব্র্যান্ডের শাড়ি, পাকিস্তানের থ্রিপিস, থাইল্যান্ডের জুতা, ফ্রান্সের পারফিউম সরাসরি দুবাই, আমেরিকা থেকে আনা কসমেটিক তাও অর্ধেক দামে। এমন লোভনীয় বিজ্ঞাপন, ফেসবুকে ভূয়া ই–কমার্স পাতা খুলে বিভিন্ন দেশের সেরা পণ্য ঘড়ি, মোবাইলসহ নানা ধরনের বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পাতে তারা। যখন কেউ অর্ডার কনফার্ম করে ভাঙাচোরা, নষ্ট, নিম্নমানের ব্যবহারের অনুপযোগী পণ্য প্যাকেট করে কুরিয়ারে পাঠিয়ে দেয়। সর্বোপরি প্রিয় দেশবাসীর কাছে এই বার্তাটি দিতে চাই অনলাইন প্রতারণার বিষয়ে সতর্ক এবং সজাগ থাকতে হবে।
জোয়াইরিয়া খানম
সরকারি সিটি কলেজ,
চট্টগ্রাম।