অনলাইন জুয়া প্রতিরোধে প্রশাসনকে এগিয়ে আসতে হবে

| শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

এসময়ের সবচেয়ে আলোচিত অনলাইন জুয়া। ডিজিটাল প্লাটফর্মকে হাতিয়ার বানিয়ে সু-কৌশলে অনলাইন জুয়ার (বেটিং) মাধ্যমে চলছে এ খেলা। খেলা মাঠে কিংবা দেশ-বিদেশে চললেও বাজি চলছে অনলাইনে। সবধরনের খেলাকে কেন্দ্র করে বাংলাদেশে সক্রিয় রয়েছে অনলাইন জুয়া চক্র। এ জুয়া এখন দেশে রমরমা।

অবশ্য তা প্রতিরোধ করতে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী। তবু থামছে না কিছুতেই। বরং দিনদিন বাড়ছে। জুয়াড়িদের মাধ্যমে কোটি কোটি টাকা চলে যাচ্ছে দেশের বাইরে। অসংখ্য ওয়েবসাইট গড়ে উঠেছে জুয়া ভিত্তিক। যে কোনো খেলা নিয়েই জুয়া হচ্ছে এসব সাইটে।

বর্তমানে ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচে বিপুল টাকার জুয়া খেলা হচ্ছে অনলাইনে। এসব আসরে উড়ছে লাখ লাখ টাকা। মাদকের মতোই জুয়ার গ্রাস এখন দৃশ্যমান। এমতাবস্থায় অনৈতিক এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জোরালো ব্যবস্থা নিতে হবে।

মুহাম্মদ নুর রায়হান চৌধুরী
চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবেগম রোকেয়া : নারী মুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ
পরবর্তী নিবন্ধ১০ ডিসেম্বরে ঢাকার সমাবেশ কেউ ঠেকাতে পারবে না