অনলাইন উদ্যোক্তাদের জন্য ব্যবসায় ডিজিটাল সুরক্ষা অত্যন্ত জরুরী। চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা গতকাল শনিবার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তিনি আরো বলেন, প্রযুক্তির এই যুগে আমরা সবাই ডিজিটাল হয়ে যাচ্ছি। এই সময়ে ডিজিটাল সুরক্ষার ধারনা না থাকলে আমাদেরকে নানান সমস্যার মুখোমুখি হতে হয়। কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় তিনি ইন্সপিরারকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি ছিলেন উইম্যান চেম্বারের পরিচালক কাজী তুহিনা আক্তার, নূজহাত নূয়েরী কৃষ্টি এবং সাবিনা কাইয়ুম। কোর্সে স্কুল অব ল এর সিনিয়র লেকচারার মো. সাইমুম রেজা তালুকদার ও সাইবার সিকিউরিটি এঙপার্ট তানভীর হাসান জোহা প্রশিক্ষণ প্রদান করেন। প্রতিদিন ৫০ জন করে আজ রোববার ও ১৩ মার্চ সোমবার পর্যন্ত মোট ১৫০ জন উদ্যোক্তা কর্মশালায় অংশগ্রহন করবেন। প্রেস বিজ্ঞপ্তি।












