অনলাইন আসক্তি শিক্ষার্থীদের পড়ালেখার সবচেয়ে বড় অন্তরায়

কাকলী দাশগুপ্ত | বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বর্তমান ডিজিটাল যুগে শিক্ষার্থীদের লেখাপড়ায় ‘অনলাইন আসক্তি’ বড়ই অন্তরায় বলে মনে করি। কারণ বর্তমান সমাজে প্রতি পরিবারের মাধ্যমিক এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দেখা যায় প্রত্যেকের হাতে ‘টাচ মোবাইল’ এই মোবাইলের কারণে শিক্ষার্থীরা পড়ালেখায় মন বসাতে পারে না। মোবাইলের বিভিন্ন সাইডে ঢুকে শিক্ষার্থীরা সময় ব্যয় করে ফলে পড়ালেখার চরম ক্ষতি হয়। তাই অভিভাবকদের প্রতি অনুরোধ আপনারা সচেতন হোন আপনার সন্তানের প্রতি যত্ন নিন আপনার উঠতি ‘টিনএজ’ বয়সের সন্তান কলেজের নামে অন্য কোথাও সময় কাটাচ্ছে কিনা? ঠিক মতো ক্লাস করছে কিনা? বাসাই আসার পরেও আপনার সন্তানের লেখাপড়ার খবর নিন। মোবাইলের ক্ষতকর দিক সম্পর্কে আপনার সন্তান কে বুঝিয়ে বলুন। বর্তমান সময়ে শিক্ষার্থীরা তার অভিভাবকদের চোখে ধূলা দিয়ে অভিভাবকদের বুঝায় তারা অনলাইন ক্লাস করছে। অথচ খতিয়ে দেখলে ধরা পড়ে যায় যে অনলাইন ক্লাসের নামে কিছু কিছু শিক্ষার্থী মোবাইলের অন্য সাইডে অর্থাৎ ফ্রি ফায়ার, পাফজি গেমস ইত্যাদি গেমস খেলে সময় কাটায়।ফলে লেখাপড়ার ক্ষতি হয়। উপরোক্ত গেমস যেসব শিক্ষার্থী খেলে ঐ গেমসগুলো শিক্ষার্থীদের জন্যে চরম ক্ষতিকর। মোবাইলে গেমস আসক্তি ক্যান্সার রোগের চেয়েও ভয়াবহ। তাই সম্মানিত অভিভাবকদের প্রতি অনুরোধ করছিআপনার সন্তান অনলাইন ক্লাসের নামে গেমসে যাতে আসক্ত না হয় ঐ বিষয়ে সন্তানদের প্রতি নজর রাখুন। সন্তানের গতিবিধি, চলাফেরা ও আচরণের প্রতি নিবিড় পরিচর্যা করুন।

পূর্ববর্তী নিবন্ধকেউ কারো নয়
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে