অনলাইনে বোধনের বর্ষবরণ

| শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৮:১৩ পূর্বাহ্ণ

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা’ শিরোনামে বোধন আবৃত্তি পরিষদের ফেসবুক পেইজ থেকে বর্ষবরণ অনুষ্ঠিত হয়। প্রশান্ত চক্রবর্তীর সঞ্চালনায় শুরুতে নববর্ষ আবাহন করেন বরেণ্য আবৃত্তিশিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। কথামালায় অংশ নেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। আবৃত্তিশিল্পী ড. ভাস্বর বন্দোপাধ্যায় সকলকে সম্পৃক্ত করার জন্য বোধনকে ধন্যবাদ জানান। নাট্যজন আহমেদ ইকবাল হায়দার বলেন, আমি যদি বাইরে যেতে না পারি, মানুষের কাছে যেতে না পারি, ছোঁয়া না পাই, গাছের নিচে বসে গান শুনতে না পারি তাহলে ঐ উপলব্ধিটি থাকে না। প্রকৃতি আমাদের শিক্ষা দেয় যে, আমাদের ঘুড়ে দাঁড়াতে হবে। মহামারী কেটে যাক, আবার মানুষ উঠে দাঁড়াক।
সভাপতিত্ব করেন বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষ। কবিতা পাঠ করেন এজাজ ইউসুফী এবং সুব্রত চৌধুরী। আবৃত্তি পরিবেশন করেন ড. অমিতাভ কাঞ্জিলাল, শিমুল নন্দী, মৌমিতা চৌধুরী। সংগীত পরিবেশন করেন শিল্পী পপলি চক্রবর্তী, মন্দিরা চৌধুরী এবং মধুলিকা মণ্ডল। নৃত্য পরিবেশন করে ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার এবং নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অসীম দাশ ও হোসনে আরা তারিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের ফ্রি ইফতার অ্যান্ড সেহেরি শপ
পরবর্তী নিবন্ধমো. আলমগীর