অনলাইনে চোরাই মোবাইল বিক্রির সময় দুইজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৪৮ পূর্বাহ্ণ

অনলাইনে চোরাই মোবাইল বিক্রির সময় দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তাদের থেকে ৪টি চোরাই মোবাইল সেট জব্দ করা হয়। গতকাল ২৫ ফেব্রুয়ারি বেলা আড়াইটার সময় নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমণ্ডি লেন সংলগ্ন মক্কা টাওয়ারের তৃতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মামুনুর রশিদ আরফাত (২৮) ও মো. মুন্না (২৪)। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের হয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন আজাদীকে জানান, তামাকুমণ্ডি লেনের মক্কা টাওয়ারের তৃতীয় তলা থেকে দুইজন চোরাই মোবাইল বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের দেহ তল্লাশি করে ৪টি চোরাই মোবাইল সেট জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে চোরাই মোবাইল বিক্রির কথা স্বীকার করেছে।

পূর্ববর্তী নিবন্ধএকটি রিমোট এরিয়ায় সমালোচনা হচ্ছে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধমামলায় প্ররোচনা নয়, বুঝিয়ে সমাধান করে দিন : ডিসি