অনলাইনে গল্প আহরণ প্রতিযোগিতার দ্বিতীয় অধিবেশন

| রবিবার , ২৮ আগস্ট, ২০২২ at ১০:২২ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্ব-উদ্যোগ কার্যক্রমের আওতায় অনলাইনে গল্প আহরণ প্রতিযোগিতার ২য় অধিবেশন গত ২৬ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাউজান আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দ্দন কুমার বনিক। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিতের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুব আয়োজিত এই অধিবেশনে সঞ্চালক ছিলেন শিক্ষার্থী আজিবা মেহ্‌রিন অনন্যা। আহরণ প্রসঙ্গ উপস্থাপন করে ফাইরুজ নাওয়ার।
প্রতিযোগিতায় অংশ নেয় অঙ্কিতা রুদ্র, সংহিতা রদ্র, আবরার ফাইয়াজ, দেবাঞ্জনা বড়ুয়া, দেবোত্তম বড়ুয়া, চৌধুরী মালিয়াত ইসরাক, আকিদ ইকবাল হক, তাহসিন ইসলাম ধ্রুব, জুহায়ের আনজুম ওহি ও চৌধুরী ফাবিহা ইসরাক। বিচারক ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মশহুদ-উজ-জামান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ডেপুটি রেজিস্ট্রার শরীফ মাহমুদ ছিদ্দিকী। আহরণ ভাবধারা পরিবেশন করেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহ্‌সানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারীদের মাঝে সতেজের সুরক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধইপিজেডে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর স্মরণসভা