আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের ২৮ বছর পূর্তি উপলক্ষে গত ২২ ডিসেম্বর অনলাইনে আহরণ পাঠক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী।
আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের সাবেক উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক। প্রধান বক্তা বিজ্ঞান জার্নাল ‘মহাবৃত্ত’ সম্পাদক আসিফুজ্জামান আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে বক্তব্য দেন। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং প্রার্থনা কবিতা আবৃত্তি করা হয়। আহরণ প্রসঙ্গ ও আহরণ ঘোষণাপত্র উপস্থাপন করে ফাইরুজ নাওয়ার ও তায়েফ বিন মহসীন। বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করে আকিদ ইকবাল হক, দেবাঞ্জনা বড়ুয়া, ইয়ামিন তাওহীদা, আবরার ফাইয়াজ, দেবোত্তম বড়ুয়া ও ওয়াজিফা বিনতে ইকবাল।
রজনীকান্তের গান পরিবেশন করেন সুপ্রিয়া চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউজিসি প্রফেসর ড. আবুল মনসুর চৌধুরী, সহকারী অধ্যাপক স্বাতী পাল ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর ড. আসিফ ইকবাল। প্রেস বিজ্ঞপ্তি।