অনলাইনে আবেদন শুরু ৮ জানুয়ারি

একাদশে ভর্তি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

এসএসসির ফল প্রকাশের পরপরই ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের স্বাক্ষরে এ নীতিমালা জারি করা হয়েছে। নীতিমালা অনুযায়ী- আগামী ৮ জানুয়ারি থেকে একাদশ শ্রেণি ভর্তিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। তবে একাদশে ভর্তিতে এবার কেবল অনলাইনেই আবেদন করা যাবে। আগের বছরগুলোতে অনলাইনের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমে আবেদনের সুযোগ থাকলেও গতবছর থেকে তা (এসএমএস পদ্ধতি) বাতিল করা হয়েছে। যার ফলে এবারও কেবল অনলাইনেই (ওয়েবসাইটে) আবেদনের সুযোগ পাবে ভর্তিচ্ছুরা।
অনলাইনে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। আবেদন ফি বাবদ ১৫০ টাকা দিতে হবে প্রতি শিক্ষার্থীকে। একাদশে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (িি.িীরপষধংংধফসরংংরড়হ.মড়া.নফ) -এ আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
নীতিমালা অনুযায়ী, ৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে। এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদনকারী শিক্ষার্থীদেরও এই সময়ে আবেদন করতে হবে। কেবল পুনঃনিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নতুন করে আবেদনের সুযোগ পাবে ২২ ও ২৩ জানুয়ারি। তবে আবেদনের পর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আবেদনে পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। আর প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৯ জানুয়ারি। ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে। ভর্তি প্রক্রিয়া শেষে ২ মার্চ থেকে একাদশে ক্লাস শুরু হবে। এবার একাদশে ভর্তিতে কোটার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক।

পূর্ববর্তী নিবন্ধসড়কে খেলতে গিয়ে নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধআজ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন