গত ২৮ অক্টোবর, ২০২২ইং সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরননাহার মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়বকে চট্টগ্রাম একাডেমি কর্তৃক সম্মাননা জানানো হয়। তিনি চট্টগ্রাম একাডেমির একজন জীবন সদস্য ও পৃষ্টপোষক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক সাহিত্যিক ড. আনোয়ারা আলম। সংগীত শিল্পী সুমি দাশ ও আবৃত্তি শিল্পী আয়েশা হক শিমু’র গানের মাধ্যমে চেমন আরা তৈয়বকে বরণ করে নিলেন। চট্টগ্রাম একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পরিচালক এস. এম. মোখলেছুর রহমান। স্বাগত বক্তব্য দেন একাডেমির সাবেক মহাপরিচালক প্রাবন্ধিক নেছার আহমদ ও কবি অরুন শীল। শুভেচ্ছা বক্তব্যে প্রফেসর রীতা দত্ত চেমন আরা তৈয়বকে ‘অনন্য গুনীজন’ হিসেবে আখ্যায়িত করেন।
বক্তব্য শেষে রীতা দত্ত গাইলেন ‘চাঁদের হাসি বাঁধ ভেঙ্গেছে উছলে পড়ে আলোও রজনী গন্ধ তোমার গন্ধ সুধা ঢালো’ – এ সময় পুরো মিলনায়তন জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। কবি সাংবাদিক ওমর কায়সার বলেন, ‘তোমাকে রুখবে কারা, বলোতো চেমন আরা’- উপস্থিত দর্শক শ্রোতা মুহূর্মুহূ করতালির মাধ্যমে সংবর্ধেয় অতিথিকে আরো একবার স্বাগত জানান। পুরো মিলনায়তন ছিল দর্শক শ্রোতায় কানায় কানায় পূর্ণ। অনেক দর্শক শ্রোতাকে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। অতিথিকে বই ও সংকলন উপহার দেন নেছার আহমদ, গৌতম কাননুগো এবং এস. এম. আবদুল আজিজ।
সভাপতি ড. আনোয়ারা আলম, চেমন আরা তৈয়বের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুভূতি ব্যক্ত করে সম্মাননা প্রাপ্ত অতিথি বলেন, এ সম্মান পেয়ে আমি অভিভূত উদ্বেলিত, আমার এ সম্মান আমি চট্টগ্রাম একাডেমিকে উৎসর্গ করলাম। আইভী রহমানের পর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের পদ পেলেন চেমন আরা তৈয়ব। তিনি দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী আয়েশা হক শিমু। ঘড়ির কাঁটা যখন রাত ৮.৩০ মিনিট ঠিক তখন সঞ্চালক পুরো অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন, পটিয়ার মনসা গ্রামের কৃতী সন্তান চেমন আরা তৈয়বকে জানাই শ্রদ্ধা ও অভিনন্দন এবং সেই সাথে এ অনন্য সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য চট্টগ্রাম একাডেমিকে জানাই আন্তরিক ধন্যবাদ।