উৎসবমুখর পরিবেশে অনন্যা হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির প্রথম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি প্রফেসর ড. এম এ গফুর।
এজিএম–এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের প্রাক্তন সিনিয়র সচিব, প্রাক্তন কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল ও সোনালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন অধ্যাপক মনসুর উদ্দিন আহমেদ চৌধুরী। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাফর আলম বিগত এক বছরের (২০২৫) বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং অর্থ সম্পাদক মিজানুর রশিদ ২০২৫ অর্থবছরের আর্থিক খতিয়ান তুলে ধরেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. এম এ গফুর বলেন, “দীর্ঘ ১৭ বছরের স্থবিরতা কাটিয়ে অনন্যা আবাসিক এলাকা এখন একটি প্রাণবন্ত জনপদে রূপ নিচ্ছে। আমরা সকল প্লট মালিককে সাথে নিয়ে একটি আধুনিক ও নিরাপদ আবাসিক এলাকা গড়ে তুলতে বদ্ধপরিকর।” ২০২৫ সালের উল্লেখযোগ্য অগ্রগতি ও অগ্রাধিকার কর্মসূচি: সাধারণ সম্পাদক মো. জাফর আলম তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন, ২০২৫ সালে ৫টি বাড়ির নির্মাণ কাজ শুরু হওয়া অনন্যা প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আরও জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর সাথে সমন্বয় করে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, রাস্তা সংস্কার, বিদ্যুৎ চুরিসহ নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সোসাইটি অগ্রাধিকার দেবে। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নিবন্ধন সংক্রান্ত জটিলতা নিরসন এবং সমাজসেবা অধিদপ্তরের শর্ত পূরণে বর্তমান কমিটি পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পুনর্গঠিত কমিটি ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবে। ৫ সদস্যের উপদেষ্টা কমিটি ও ২৭ সদস্যের কার্যকরী পরিষদ গঠন গঠন করা হয়। সভার শেষ পর্যায়ে আগামী ২৪ জানুয়ারি অনন্যা আবাসিক এলাকায় আয়োজিত প্লট মালিকদের পারিবারিক বনভোজনে সকল সদস্যকে সপরিবারে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।












