অনন্যা হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির প্রথম বার্ষিক সাধারণ সভা ১৬ জানুয়ারি

| বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

অনন্যা হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী কমিটির শেষ সভা গত ১২ জানুয়ারি সোসাইটির সভাপতি প্রফেসর ড. এম এ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় সোসাইটির প্রথম বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ জানুয়ারি বিকেল ৩টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, দীর্ঘ সময় সিডিএ’র এই প্রকল্পটি নিয়ে নানা বিভ্রান্তি ও নেতিবাচক তথ্য ছড়ানো হয়েছিল। তবে গত ২০২৫ সালের ১১ জানুয়ারি অনন্যা হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি গঠিত হওয়ার পর সকল বিভ্রান্তি দূর হতে শুরু করে। সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাফর আলম জানান, ২০২৫ সালে যাত্রা শুরুর পর সিডিএ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে আবাসিক এলাকার সমস্যাগুলো সমাধানে কাজ করছি। সোসাইটির সভাপতি প্রফেসর ড. এম এ গফুর সকল প্লট মালিককে সাধারণ সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদরবারে আজিজিয়ায় মতবিনিময়
পরবর্তী নিবন্ধস্কাউটসের জাতীয় প্রোগ্রাম মূল্যায়ন ওয়ার্কশপ