অনন্যা সংগীত নিকেতনের ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৮ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দক্ষিণ জেলার সহ–সভাপতি নীলকান্ত দাশ বিশু। অনন্যা সংগীত নিকেতনের পরিচালক হারাধন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ইমন কল্যাণ সংগীত বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা পরিচালক রঞ্জন দত্ত। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী।
অতিথি ছিলেন সমাজসেবক পস্কজ দাশ, অনন্যা সংগীত নিকেতনের প্রধান প্রশিক্ষক রূপশ্রী দাশ। উপস্থিত ছিলেন প্রিয়াংকা দাশ, দিলীপ সেনগুপ্ত, সুনীল আকাশ, পলাশ দে, মানি শর্মি দে, প্রিয়া সরকার, অনুপ, জয়ন্ত দেবনাথ এবং অনন্যা সংগীত নিকেতনের ছাত্র–ছাত্রী ও অভিভাববৃন্দ। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে উত্তীর্ণ ছাত্র–ছাত্রীদের মধ্যে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন অনন্যা সংগীত নিকেতনের শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।