চট্টগ্রাম শহরের স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুল ফ্রোবেল একাডেমি। আধুনিক প্রযুক্তি ও শিক্ষাবান্ধব সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ক্যামব্রিজ ও এসটিইএম সনদপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটি সমপ্রতি নগরীর অনন্যা আবাসিক এলাকায় স্থানান্তরিত করা হয়েছে। নিজস্ব জায়গায় নতুনরূপে গড়ে তোলা স্থায়ী এই দৃষ্টিনন্দন ক্যাম্পাস উদ্বোধন করা হয় গতকাল। সকালে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী ও তার সহধর্মিণী স্কুলটি উদ্বোধন করেন। এ সময় শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, ডিরেক্টর সাবীন আমীর, বিলকিস আলী হুসাইন এবং ফ্রোবেল একাডেমির প্রধান শিক্ষিকা নুসরাত খানসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে স্কুলের মেকার স্পেসে কিছুক্ষণ সময় কাটান অতিথিরা। স্কুল কর্তৃপক্ষ জানায়, মেকার স্পেস, স্কুলটির একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা পদ্ধতি। যেখানে শিক্ষার্থীরা ব্যবহারিক কর্মশালার মাধ্যমে দলবদ্ধভাবে ও পরস্পরের সহযোগিতায় বিভিন্ন বিষয় শিখে তাদের উদ্ভাবনী শক্তি এবং সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের যুগোপযোগী বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতে (এসটিইএম) দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে এই ‘মেকার স্পেস’।
গতকাল মেকার স্পেসে দলীয় ভিত্তিক বেশ কয়টি উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করতে দেখা যায় শিক্ষার্থীদের। অতিথিরা এসব প্রজেক্ট পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে খুঁটিনাটি জানতে চান। এর আগে পুরো স্কুলটি ঘুরে দেখেন অতিথিরা।
দৃষ্টিনন্দন ক্যাম্পাস : কুয়াইশ প্রান্ত দিয়ে অনন্যা আবাসিকে ঢুকতেই হাতের ডানে ফ্রোবেল একাডেমির দৃষ্টিনন্দন ক্যাম্পাস। ৫তলা ভবনটিতে রয়েছে সুপরিসর খোলা জায়গা, খোলামেলা শ্রেণিকক্ষ, ইনডোর খেলাধুলার ব্যবস্থা, মাল্টিপারপাস বাস্কেটবল কোর্ট, খেলার মাঠ ও সমৃদ্ধ গ্রন্থাগার। এছাড়াও রয়েছে সহশিক্ষা কার্যক্রমের আরো নানাবিধ সুযোগ-সুবিধা। আধুনিক শিক্ষা ব্যবস্থার সব দিক বিবেচনায় নিয়ে ক্যাম্পাসটির দৃষ্টিনন্দন নকশা করা হয়েছে বলে জানান স্কুল সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা নুসরাত খান জানান, ব্যতিক্রমধর্মী নানা উদ্যোগের মাধ্যমে ফ্রোবেল একাডেমি শিশুদের ব্যক্তিত্ব বিকাশ, চিন্তাপদ্ধতির উন্নয়ন, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, সময়ানুবর্তীতার পাশাপাশি ক্যামব্রিজ অনুমোদিত সকল প্রাথমিক বিষয়গুলোর সঠিক ও ব্যবহারিক পাঠদান নিশ্চিত করছে। স্কুলটিতে বর্তমানে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত চালু রয়েছে। খুব শীঘ্রই ‘ও’ লেভেল চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।