অনন্যায় ৩৩ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ২

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১১:২৬ পূর্বাহ্ণ

হাটহাজারীর বঙ্গবন্ধু এভিনিউর পাশে অনন্যা আবাসিক এলাকার লিংক রোডের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে ৩৩ কেজি গাঁজা, ১৮ বোতল ফেন্সিডিল ও ১টি সিএনজিসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। গতকাল সোমবার র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের দায়িত্বরত মেজর মুশফিকর রহমান নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো- রাঙ্গুনিয়ার ৭নং পদুয়া ইউনিয়নের ফকিরটিলা পূর্ব খুরশিয়া এলাকার মৃত শামসুল হকের পুত্র নুরুল আফছার (৪৮), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার বাঁশবাড়িয়া (বালিয়াকান্দি বাজারের পাশে), এলাকার পিতা- মৃত তৌহিদুল ইসলামের পুত্র মো. তারেকুল ইসলাম (২৮)। র‌্যাবের ৭ এর সূত্রে জানা যায়, হাটহাজারীর বঙ্গবন্ধু এভিনিউ সড়কের পাশে অনন্যা আবাসিক এলাকার লিংক রোডের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি সিএনজির গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা সিএনজি ট্যাক্সিকে থামানোর সংকেত দেয়। চেকপোস্টের সামনে থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে সিএনজির পেছনে আসনের খালি জায়গায় তিনটি কাপড়ের বড় ব্যাগের ভেতর হতে ৩৩ কেজি গাঁজা এবং ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়। এসময় সিএনজিটি (চট্টগ্রাম-থ-১৪-২৮৬৭) জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা এবং জব্দকৃত সিএনজির আনুমানিক ৫ লক্ষ টাকা।
মেজর মুশফিকর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমরণব্যাধি থেকে মুক্তি পেতে প্রয়োজন জনসচেতনতা
পরবর্তী নিবন্ধইম্পেরিয়াল হাসপাতালের সাথে সিএন্ডএফ এসোসিয়েশনের চুক্তি