সুকুমার বড়ুয়া। দেশবরেণ্য ছড়ালেখক, রাষ্ট্রীয় সম্মাননাপ্রাপ্ত ছড়া–জাদুকর, হাসিখুশির অনাবিল ব্যক্তিত্ব। তাঁর চিরচেনা চারণভূমি চট্টগ্রাম, চেরাগি পাহাড়, আজাদী প্রাঙ্গণে শেষবারের মতো এলেন সবাইকে মন খারাপের বিষাদসিক্ত করে, সবার মনে বেদনা ছড়িয়ে হিমায়িত গাড়িতে শুয়ে। চারপাশ নিস্তব্ধ, সবাই বেদনা ভারাক্রান্ত। ছড়ালেখক, কবি, সাংবাদিক, সাহিত্যিক, বরেণ্য সুধীজনের বিষাদিত উপস্থিতি আজাদী প্রাঙ্গণে। শেষবারের জন্য প্রিয় সুকুমার বড়ুয়াকে একটু চোখের দেখা। শুয়ে আছেন হিমগাড়িতে সুকুমার বড়ুয়া। অনন্ত লোকের যাত্রী। উপস্থিত লেখকরা সুকুমার বড়ুয়ার স্মৃতি আলেখ্য নিয়ে টুকরো টুকরো কথা বলেছেন। সবাই বেদনার্ত।











