অধ্যাপক শামসুল আলম

| রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

পশ্চিম বাঁশখালী উপকূলীয় (ডিগ্রি) কলেজের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও কলেজ প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক কমিটির সদস্য শামসুল আলম (৭৫) গত বৃহস্পতিবার ভোরে স্থানীয় বেসরকারী ক্লিনিকে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে….. রাজেউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ঐদিন বিকেলে চাপাছড়ি আবু বক্কর ছিদ্দিক (রা.) মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি বিভিন্ন সময়ে পশ্চিম বাঁশখালী হাই স্কুল, বিবি চৌধুরী হাই স্কুল, বটতলী হাই স্কুল, মির্জাখীল হাইস্কুলে শিক্ষকতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরে চাকরী করেন। তাঁর মৃত্যুতে ড. আবদুল করিম স্মৃতি সংসদ, পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজ, নিজামপুর সরকারি কলেজ পরিবার গভীর শোক প্রকাশ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা ফরিদ উদ্দিন
পরবর্তী নিবন্ধজাহাঙ্গীর আলম চৌধুরী