অধ্যাপক শফিকুল ইসলাম ফাউন্ডেশনের কার্যক্রম উদ্বোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চবি চারুকলা ইন্সটিটিউটের অধ্যাপক জাহিদ আলী ও চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের প্রেসিডেন্ট সমর বড়ুয়া। অধ্যাপক শফিকুল ইসলামের ছেলে ফায়জুস মাসুম বলেন- অসহায় মানুষের জন্য কাজ করবে এ ফাউন্ডেশন।মিলাদ ও ঈদ উপহার বিতরণের মাধ্যমে এ ফাউন্ডেশনের পথচলা শুরু হয়। অধ্যাপক শফিকুল ইসলাম দীর্ঘ ৩৩ বছর চবি চারুকলা বিভাগে অধ্যাপনা করেন।এ সময় তিনি বিভাগের চেয়ারম্যান ও এ.এফ রহমান হলের প্রভোস্টের দায়িত্বও পালন করেন। চারুকলা বিভাগ ও দেশের শিল্পকলার উন্নয়নে ব্যাপক অবদান রাখেন এ শিল্পী। যৌথভাবে নকশা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী প্রথম একক চিত্র প্রদর্শনী করেন এ শিল্পী।১৯৭২ সালে এ প্রদর্শনী উদ্বোধন করেন স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানী। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম.এ.আজিজ। আওয়ামী লীগের চট্টগ্রাম কার্যালয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।