জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)’র বোর্ড অব ট্রাস্টিজ, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি গত মঙ্গলবার দুপুর আড়াইটার সময় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দেশের অন্যতম শ্রদ্ধেয় গবেষক জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে জাতি একজন বিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিত্বকে হারাল। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। কর্মক্ষেত্রে তিনি দক্ষ শিক্ষক ও গবেষক হিসেবে সুপরিচিতি লাভ করেন। শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে তাঁর শ্রেষ্ঠত্বের জন্য তিনি স্বাধীনতা পুরস্কার এবং একুশে পদক লাভ করেন। শোক বার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।