চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদের বড়ভাই, হাসপাতালের আজীবন সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ শফিউল বশর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সকাল ১০টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব নগরীর কদম মোবারক শাহী জামে মসজিদে প্রথম নামাজে জানাজা এবং বাদ এশা গ্রামের বাড়ি রাউজানের গহিরার নদিমপুরস্থ ইউনুচ সাহেবের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, রাজনীতিবিদসহ সমাজের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
মরহুম শফিউল বশর ব্যক্তিগত জীবনে ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও ছিল তার সরব উপস্থিতি। তার মৃত্যুতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতলের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ডা. মোহাম্মদ পারভেজ ইকবাল শরীফ, ডা. এ কে এম ফজলুল হক, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) মোহাম্মদ শহীদ উল্লাহ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার লায়ন এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ডা. ফজল করিম বাবুলসহ সকল সদস্য, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক এ এস এম মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার বড়ুয়া, চট্টগ্রাম মা–শিশু ও জেনারেল হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।
এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম মা–শিশু ও জেনারেল হাসপাতাল, চমাশিহা ক্যান্সার ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, শামসুন নাহার খান নার্সিং কলেজ, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়। বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।