অধ্যাপক খালেদ ছিলেন জ্ঞানের বাতিঘর ও ভালো মানুষ সৃষ্টির কারিগর।
বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি আয়োজিত দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম এ কথা বলেন।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়। সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবের আহমদ চৌধুরী। প্রধান বক্তা সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, রাজনৈতিক কারণে অধ্যাপক খালেদের সাথে পথচলা শুরু হয়। অত্যন্ত মিষ্টি ভাষায় কথা বলতেন তিনি। সবাই তাঁর কথা মনোযোগ দিয়ে শুনতো।
বিশেষ অতিথি ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া বলেন, পরিচয়ের পর থেকে তাঁর সাথে আমৃত্যু সম্পর্ক ছিলো। তিনি ছিলেন পরিপূর্ণ অসামপ্রদায়িক চেতনার মানুষ। মানুষ হিসেবে ছিলেন যথেষ্ট বিনয়ী।
এ সময় উপস্থিত ছিলেন, কবি আনন্দ মোহন রক্ষিত, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, প্রণব রাজ বড়ুয়া, মাওলানা তৈয়ব, আনোয়ার পাশা, রোজী চৌধুরী, মরহুমের ছেলে স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।