চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
আজ শনিবার শোক বার্তায় সিআইইউর উপাচার্য বলেছেন, একজন খ্যাতিমান শিক্ষাবিদের মৃত্যুতে দেশের উচ্চশিক্ষায় যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কখন-ই পূরণ হওয়ার নয়। শিক্ষার পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রে তার সময়োপযুগী পদক্ষেপ, সততা আর নিষ্ঠার কারণে ছাত্র-শিক্ষক সব শ্রেণীর মানুষের কাছে তিনি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন।
অধ্যাপক মোহাম্মদ আলী একজন সজ্জন, মার্জিত রুচির অধিকারী ও সদালাপী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সিআইইউ উপাচার্য তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।