বাঁশখালী উপজেলার ছনুয়া মনুমিয়াজী জমিদার বাড়ির বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোকারেমুল কাদের চৌধুরী প্রকাশ মুকুল মিয়া (৭৮) গতকাল শুক্রবার সকাল ৮টায় চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্যা আত্নীয় স্বজন রেখে যান।
এদিকে সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মোকারেমুল কাদের চৌধুরী মুকুল মিয়া কে বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।
মরহুমের প্রথম জানাজা চট্টগ্রামের চান্দগাঁও আবাসিকস্থ বি- ব্লক জামে মসজিদে গতকাল সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।