অধ্যাপক বিকিরণ বড়ুয়ার পিএইচডি ডিগ্রি অর্জন

| বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:৩৮ পূর্বাহ্ণ

হযরত ইয়াসিন শাহ পাবলিক কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিকিরণ বড়ুয়া পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গত ২৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় ডিগ্রি অনুমোদিত হয়। ‘প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যে আঞ্চলিক উপাদান: পরিপ্রেক্ষিত বৃহত্তর চট্টগ্রাম’ বিষয়ে তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আমিন। যুগ্মগবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন প্রফেসর ড. মহীবুল আজিজ। তাঁর প্রথম গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন প্রফেসর ড. মো. আবুল কাসেম, পরে ছিলেন প্রফেসর ড. মাহবুবুল হক। বিকিরণ বড়ুয়া একজন কবি, প্রাবন্ধিক ও নাট্যকর্মী হিসেবে পরিচিত। তিনি চট্টগ্রাম একাডেমি ও নাট্যসংগঠন নান্দীমুখএর সদস্য। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ‘দরজায় কড়া যায়’। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে স্মার্ট কার্ড বিতরণ ১ সেপ্টেম্বর থেকে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অশ্রুসিক্ত নয়নে শিক্ষককে বিদায় সংবর্ধনা