ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. রাবেয়া খাতুন (৭৬) গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মবিল শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। জানাজা শেষে তার লাশ যুক্তরাষ্ট্রের ডালাসে দাফন করা হয়। তিনি ঢাবির সিনেট সদস্য, দুই মেয়াদে কুয়েত মৈত্রী হলের প্রভোস্টের দায়িত্বের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইডিইউর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এ ইমাম আলি প্রমুখ। তাঁরা মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।