আজ অধ্যাপক ডা. মো. নূরউন নবীর ১১তম মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের এদিনে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, অধ্যাপক ডা. মো. নূরউন নবী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।