চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, চক্ষু চিকিৎসক সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এস. এম. তারেককে চক্ষু চিকিৎসা ও শিক্ষকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি (OSB) কর্তৃক লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
গত ১৩ মে বাংলাদেশ চীন মৈত্রী সেন্টার ঢাকায় অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।