অধ্যাপক জামাল উদ্দিন আহমদের ইন্তেকাল

| রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জামাল উদ্দিন আহমদ (৬২) গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় নগরীর শাহ গরিব উল্লাহ হাউজিং সোসাইটির বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা গতকাল শনিবার সকালে ১১টায় আনোয়ারার হাইলধর গ্রামের বাড়িতে এবং দ্বিতীয় জানাজা বাদ আছর গরিব উল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর গরিব উল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রসঙ্গত, তিনি বিভিন্ন কলেজে অধ্যাপনাও করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমমতাজ সুলতানা
পরবর্তী নিবন্ধসিভাসুতে কৃষিবিজ্ঞান বিষয়ক গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন