অধ্যাপক খালেদ ছিলেন নীতি ও আদর্শের পথিকৃৎ

আলোচনা সভায় আ জ ম নাছির

| বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চসিক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম অঞ্চলের সংবাদপত্রকে নান্দনিকতায় সাজানোর ক্ষেত্রে ব্যাপক পাঠক সৃষ্টি করেছিলেন অধ্যাপক খালেদ। তিনি ছিলেন সাংবাদিকদের বাতিঘর ও নীতি আদর্শের পথিকৃৎ।

বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংগঠক, দৈনিক আজাদীর সাবেক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উপরোক্ত মন্তব্য করেন।

চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে গত ৫ জুলাই নগরীর সার্কিট হাউস মিলনায়তনে ‘গণতন্ত্র বিকাশ-দারিদ্রতা বিমোচনে সংবাদপত্র ও সাংবাদিকতার ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি সাবেক চসিক প্যানেল মেয়র অধ্যাপিকা রেখা আলম চৌধুরীর সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি সাংবাদিক আলী আহমেদ শাহিনের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন চসিক সাবেক মেয়র ও জাতীয় পার্টি’র প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য নঈম উদ্দীন আহমেদ চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শফর আলী, প্রদীপ কুমার দাশ, সাবিহা নাহার বেগম, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, এড. আবু মোহাম্মদ হাশেম, প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, খোরশেদ আলম, মোজাফফর আহমদ, জেসমিন সুলতানা পারু। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ খালেদের পুত্র ও সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির।
স্বাগত বক্তব্য রাখেন প্রণবরাজ বড়ুয়া। বক্তব্য রাখেন আলী নেওয়াজ, সুমন দেবনাথ, ছাবের আহমদ চৌধুরী, এ কে চৌধুরী, ইয়াসির আরাফাত, মঞ্জুরুল আলম, এড. টিপু শীল জয়দেব, মর্জিনা আক্তার লুচি, মঈনুদ্দীন কাদের লাভলু, জাকের হোসেন, শাহাবুদ্দীন চৌধুরী, অধ্যক্ষ নজরুল ইসলাম খান প্রমুখ।

সাহিত্য পাঠচক্র : চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, দৈনিক আজাদীর সাবেক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘সাংবাদিকতার বাতিঘর মোহাম্মদ খালেদ’ শীর্ষক সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। গত ৪ জুলাই বীর মুক্তিযোদ্ধা এম আবু ছালেহ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন পশ্চিমবঙ্গের কবি ও সাংবাদিক মলয় চন্দন মুখোপাধ্যায়। আসিফ ইকবালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ভানুরঞ্জন চক্রবর্তী, আশীষ সেন, অজিত কুমার শীল, সোমা মুৎসুদ্দী, সুমন বড়ুয়া, মনজুর আলম, ইমরান সোহেল, দীলিপ সেনগুপ্ত, রতন ঘোষ, নিলয় চৌধুরী, জাবেদ চৌধুরী, জারিয়াত, প্রিয়ন্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাদেরিয়া চিশতিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন
পরবর্তী নিবন্ধ৭ জুলাই মা ও শিশু হাসপাতালে বৈজ্ঞানিক সম্মেলন