অধ্যাপক খালেদসহ রাউজানের বিশিষ্ট ব্যক্তিদের কবরে শ্রদ্ধা

| বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ১২:৩৯ অপরাহ্ণ

সংবিধান প্রণেতা, স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ খালেদসহ বিশিষ্ট ব্যক্তিদের কবর জেয়ারতের পর শ্রদ্ধা নিবেদন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও কাউন্সিলরবৃন্দ। শপথ নেয়ার পর তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরী, মরহুম মোফাচ্ছেল আহমেদ চৌধুরী, মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবি ও মরহুম কামাল উদ্দিন আহমেদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. আলমগীর আলী, বশির উদ্দিন খান, কাজী মো. ইকবাল, শওকত হাসান মো. জানে আলম জনি, অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, আজাদ হোসেন, অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাইয়েদ গোলাম হায়দার মিন্টুকে স্মরণ
পরবর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত সিভিল সার্জনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল