অধ্যাপক এ কে এম জাকারিয়া

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৫১ পূর্বাহ্ণ

নগরীর ওমরগণি এমইএস কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সাবেক অধ্যাপক এ কে এম জাকারিয়া গত ২৩ সেপ্টেম্বর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদির

মরহুম মুজিবুর রহমানের পুত্র। মরহুমের নামাজে জানাযা গতকাল বুধবার বিকাল ৫টায় পৌরসভার দক্ষিণ জলদি ফায়ার সার্ভিস মাঠে অনুষ্ঠিত হয়। ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম অধ্যাপক এ কে এম জাকারিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুম অধ্যাপক এ কে এম জাকারিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আবদুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলের জি এস মাসুম আব্দুল্লাহর পিতা।

পূর্ববর্তী নিবন্ধভাটিয়ারী ইউপির সাবেক চেয়ারম্যান ইছহাকের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধআইআইইউসি ও ইউআইটিএম-এর মধ্যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট স্বাক্ষর