বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক আবুল হাশেম সিকদার (৭৫) গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা সিএমএইচে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি….রাজিউন) তিনি ৪ সন্তান ও অসংখ্যা আত্মীয় স্বজন রেখে যান। আজ বুধবার বাদ জোহর পুইছড়ি হাফেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়। মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল হাশেম সিকদারের মৃত্যুতে সরকারি আলাওল কলেজের শিক্ষক–শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়।











