অধ্যাপক আবুল কালাম জীবনের শেষমূহূর্ত পর্যন্ত আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন

লোহাগাড়ায় স্মরণসভায় শাহজাহান চৌধুরী

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম প্রত্যেক মুসলমানের উপর অবশ্য পালনীয় কর্তব্য। জামায়াতে ইসলামীর আর কোনো উদ্যেশ্যে নেই, একমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজেরাষ্ট্রে মানবতার মুক্তি নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য। লোহাগাড়া উপজেলা জামায়াতের মরহুম সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম অত্যন্ত ভাগ্যবান। তিনি জীবনের শেষদিন নয় শুধু, শেষমুহূর্ত পর্যন্ত দ্বীনি আন্দোলনের দায়িত্ব পালন করেছেন। লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মরহুম অধ্যাপক মাওলানা আবুল কালামের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। গতকাল রবিবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী।

মোস্তাফিজুর রহমান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও লোহাগাড়া উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহেরের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ জাফর ছাদেক। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, নায়েবে আমীর অধ্যাপক ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের। এতে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, অধ্যাপক নুরুল আবচার, নুরুল আবচার, ডা. আব্দুল জলিল, মাওলানা গোলাম রসুল কমরী, অধ্যক্ষ ফারুক হোছাইন, অধ্যক্ষ মাওলানা আবু মুছা খালেদ জামিল, হাফেজ মাওলানা আবুল বশর, অধ্যক্ষ ড. মাওলানা আব্দুল কাদের নিজামী, মাস্টার মোহাম্মদ সামছুদ্দিন, অধ্যক্ষ মাওলানা নুরুল মোহসিন, অধ্যক্ষ মাওলানা সাহাদাত হোসেন, অধ্যাপক জালাল আহমদ, ডা. ছিদ্দিক আহমদ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আ ক ম হামিদুল হক, কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী, সাইফুল ইসলাম, কাজী জসিম উদ্দিন, নুরুল ইসলাম সিকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধধর্মকে ব্যবহার করে বিভাজনের চেষ্টা এদেশের সাধারণ মানুষ চায় না