অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরীর বিদায় সংবর্ধনা

| রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরীর অবসর-উত্তর ছুটি গমন উপলক্ষে চট্টগ্রাম বন্দর কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদের সভাপতিত্বে ও চট্টগ্রাম বন্দর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের অধ্যক্ষ কাশানা আক্তার খানম ও বিদায়ী অধ্যক্ষের সহধর্মিণী লুৎফুন্নেছা বেগম। সকাল ১১টায় অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে এক বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে ছাত্রদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরীকে চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম বন্দর কলেজ শিক্ষক পরিষদ, স্টাফ-কর্মচারী, রোভার স্কাউট গ্রুপ, যুব রেড ক্রিসেন্ট এবং কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের পক্ষ থেকে ক্রেস্ট, উপহার সামগ্রী ও ফুল দিয়ে বিদায়ী সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কলেজের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মিতালী পালিত। আরো বক্তব্য রাখেন, আহমদ ইমরানুল আজিজ, মুহাম্মদ তাওহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ, মো. রেজাউল আবেদিন ইউসুফ, মো. নায়েবুল ইসলাম ফটিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছড়ায় ছড়ায় সিআরবি রক্ষার দাবি
পরবর্তী নিবন্ধপ্রতিশ্রুতির ঢালি নিয়ে ভোটারদের দ্বারে প্রার্থীরা