হাটহাজারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, চবি প্রাক্তন ছাত্র–ছাত্রী সমিতি’৮২ র সাবেক সভাপতি অধ্যক্ষ মির কফিল উদ্দীনের শোকসভা ও দোয়া মাহফিল সাবেক যুগ্ম সচিব প্রফেসর ড. জয়নাব বেগমের সভাপতিত্বে গতকাল শনিবার নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সাইফুদ্দিন আহমদ সাকীর সঞ্চালনায় এতে বক্তা ছিলেন চবি’র সাবেক ডিন প্রফেসর ড.মো. সেকান্দর চৌধুরী, মো. নাজিম উদ্দীন, সৈয়দ ছগীর আহমেদ, রাশেদ মনোয়ার, প্রফেসর মো. বিন কাশেম, অধ্যাপক মো. মনিরুজ্জামান শাহীন, প্রিন্সিপাল প্রফেসর জাহিদ মাহমুদ, প্রিন্সিপাল ফরিদ আহমদ, ড. শামসুদ্দিন শিশির, ড. আজাদ বুলবুল, জহিরুল আলম, অধ্যাপক আবু মুসা মোহাম্মদ মামুন, মরহুমের কন্যা মায়িশা নুর প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আলাউদ্দিন।
সভায় বক্তারা বলেন অধ্যক্ষ মির কফিল উদ্দীন একজন সফল শিক্ষা শিক্ষাবিদ।বক্তারা বলেন আজকের হাটহাজারী সরকারি কলেজকে আধুনিকভাবে রূপান্তরে অধ্যক্ষ মির কফিল উদ্দীনের ভুমিকা অনস্বীকার্য।
অধ্যক্ষ মির কফির উদ্দীন একজন শিক্ষাবান্ধব মানুষ হিসেবে সবসময় শিক্ষক ও শিক্ষার্থীদের সুখে দুঃখে পাশে থাকতেন। বক্তারা এই মহান শিক্ষকের জীবন কর্ম থেকে আগামী প্রজন্মকে শিক্ষনীয় বিষয়সমুহ অনুকরণ ও অনুসরণ করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।