কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও রাঙামাটি কলেজের সাবেক অধ্যক্ষ মনির আহমদ আর নেই (ইন্না লিল্লাহি… রাজিউন)। গতকাল শুক্রবার সকাল ৯টায় কক্সবাজার সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার
বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি মহেশখালীর হোয়ানক ইউনিয়নের খোরসা পাড়া গ্রামের মরহুম রাজা মিয়ার পুত্র।
পারিবারিক সূত্র জানায়, মনির আহমদ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।