অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী

| রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৯:১১ পূর্বাহ্ণ

অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী (৬৯) গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজিউন)। তিনি ওমরগণি এমইএস কলেজ থেকে অধ্যক্ষ হিসেবে ২০১৭ সালে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে আমৃত্যু তিনি চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলের (ইংলিশ মিডিয়াম) অধ্যক্ষ ছিলেন। তিনি ১ ছেলে ও ২ মেয়ে সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ওমরগণি এমইএস কলেজ প্রাঙ্গণে আজ সকাল ৮ টায় এবং চকরিয়াস্থ কৈয়ারবিল গ্রামের বাড়ি প্রপার কৈয়ারবিল সিকদার পাড়া জামে মসজিদে বাদে আসর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে কলেজের বর্তমান অধ্যক্ষ আনম সারওয়ার আলম গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাহিদ আকবর চৌধুরী
পরবর্তী নিবন্ধহোছনারা বেগম