অধ্যক্ষ ডা. আবদুল করিমের ইন্তেকাল

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সেক্রেটারি জেনারেল, হজ্বযাত্রী কল্যাণ পরিষদের মহাসচিব, চট্টগ্রাম শিক্ষা কল্যাণ ফাউণ্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ডা. আবদুল করিম (৭৯) গতকাল ১৪ ডিসেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাজা আজ সোমবার (১৫ ডিসেম্বর) বাদ জোহর চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন চত্বরে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে হযরত শাহছুফি আমানত খান (.) আওলাদ ও সাজ্জাদানশীন মোতওয়াল্লী ও কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সহসভাপতি আলহাজ্ব শাহজাদা মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ খান, চট্টগ্রাম হজ্বযাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী, ইরফান আলী ভূইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি ডা. সালেহ আহমেদ সুলেমান, সাধারণ সম্পাদক মো. খুরশীদ আলম, বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় সভাপতি ডা. শেখ ফারুখ এলাহী, মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা সভাপতি এড. ডা. মো. ছমি উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. মো. শামশু উদ্দীন, চট্টগ্রাম শিক্ষা কল্যাণ ফাউণ্ডেশনের পরিচালক প্রফেসর মো. আবুল হাসান, ডা. সরওয়ার আলম, অধ্যাপক ডা. সুবল আচার্য্য, বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল হান্নান (বাবু), ডা. জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. এম.এইচ.আর রেজাউল করিম, প্রাক্তন অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. ফেরদৌসী বেগম, প্যারামাউন্ট সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি নওশাদ আলম, মহিউদ্দিন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নুরুল কবির সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজমির আহম্মেদ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির দ্বিবার্ষিক কার্য নির্বাহী পরিষদ গঠিত