অধ্যক্ষ আল্লামা আবুল হাশেমের (র.)’র ইসালে সওয়াব মাহফিল গত ২৮ এপ্রিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফয়জুল বারী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা এতিমখানা ও মডেল হিফজুল কোরআন বিভাগ পরিচালনা কমিটি, এডহক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ইসালে সওয়াব মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আতাউল করিম। অনুষ্ঠানে বাগে হাশেম নামক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন কাজী মুহাম্মদ আলমগীর আনছীর। মাহফিল সঞ্চালনায় ছিলেন ড. আল্লামা মোহাম্মদ খলিলুর রহমান। মাহফিলে বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা বিস্তারে ও আলোকিত মানুষ গড়ার মিশনে নিবেদিত ছিলেন অধ্যক্ষ আল্লামা আবুল হাশেম (রহ.)। তাঁর মতো ব্যক্তিত্ব বর্তমানে বিরল। মাহফিলে আলোচক ছিলেন অধ্যক্ষ আল্লামা মোখতার আহমদ, আল্লামা শওকত আলী, অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশেমী, আলহাজ মোহাম্মদ এসকান্দর আলম, অধ্যাপক ড. মোহাম্মদ মুরশেদুল হক, অধ্যাপক ড. হাফেজ নূর হোসাইন, আল্লামা আব্দুর রহমান, এসএম মামুন মিয়া, হাজী মোহাম্মদ ওসমান, মুহাম্মদ ইদ্রিস হায়দার নয়ন, মোহাম্মদ ফারুক, সাইফুল ইসলাম বুলবুল, সিরাজ উদ্দীন চৌধুরী, এম এ মাবুদ প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি কল্যাণ এবং ফিলিস্তিনসহ বিশ্বের মজলুম মানুষের পরিত্রাণ কামনায় মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।