ফটিকছড়ির নানুপুর লায়লা-কবির ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ আকবর আহমদ (৭৮) গতকাল সোমবার ভোর ৫টা-৪৫মিনিটে চমেক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার চকরিয়ার পূর্ব ভেওলায় বাদে আছর আনিচপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিক্ষাবিদ আকবর আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- নানুপুর লায়লা-কবির কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি ফখরুল আনোয়ার, কলেজের সাবেক অধ্যক্ষ ও এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, নানুপুর লায়লা-কবির কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিজন কুমার শীল, কলেজ শিক্ষক পরিষদসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, তিনি ১৯৯১-২০০৬ সাল পর্যন্ত নানুপুর লায়লা-কবির কলেজের অধ্যক্ষ ছিলেন। এছাড়াও তিনি পটিয়া ছালেহ নুর কলেজ, লোহাগাড়া বার আউলিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। মরহুম আকবর আহমদ ১৯৪৪ সালে চকরিয়ায় জন্মগ্রহণ করেন।