অধিনায়কত্ব নিয়ে কথা বলতে চান না শান্ত

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১ নভেম্বর, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম টেস্টের ফল কি হবে তার চাইতেও বেশি আলোচনার বিষয় যেন ছিল নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গ। তাইতো গতকাল দুপুরে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে এ নিয়ে কথা বলতে হয়েছে সাংবাদিকদের সাথে। তবে সবাই যেন শান্তর কথা শুনতে অপেক্ষা করছিলেন। কিন্তু সে অপেক্ষা দীর্ঘ হয় যখন দ্বিতীয় টেস্টের আগের দিন রীতি ভেঙে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেননি নাজমুল হোসেন শান্ত। ম্যাচের প্রথম দুই দিনেও তাকে পাওয়া গেল না। অবশেষে তৃতীয় দিনে বিব্রতকর পরাজয়ের পর পাওয়া গেল তাকে। তবে সময়ের আলোচিত প্রসঙ্গ যেটি, সেই ‘অধিনায়কত্ব’ নিয়ে কোনো মন্তব্যই করলেন না তিনি। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে থেকেই দেশের ক্রিকেটে আলোচনার বড় খোরাক জাতীয় দলের অধিনায়কত্ব। গত শনিবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, তিন সংস্করণে নেতৃত্ব ছাড়তে চাইছেন শান্ত। চট্টগ্রাম টেস্ট শুরুর আগের দিন তাইজুল ইসলাম কিংবা ম্যাচের প্রথম দিন প্রধান কোচ ফিল সিমন্স এই বিষয়ে তেমন কিছু জানাতে পারেননি। তবে খবরের সত্যতা অনেকটাই নিশ্চিত হয়ে যায় গত বুধবার পরিচালনা পর্ষদের সভার আগে বিসিবি প্রধান ফারুক আহমেদের কথায়। পরে রাতেই চট্টগ্রামে চলে আসেন ফারুক।

তৃতীয় দিন সকালে বাংলাদেশের হতাশাজনক ব্যাটিং মাঠে বসে দেখার ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি জানান, মূলত শান্তর সঙ্গে অধিনায়কত্ব নিয়ে আলোচনা করতেই তার চট্টগ্রামে আসা। দিনের খেলা শেষে টিম হোটেলে শান্তর সঙ্গে বসার কথা জানান তিনি। পরপর দুই ইনিংসে বাজে ব্যাটিংয়ে গতকাল বৃহস্পতিবার শেষ হয়ে গেছে ম্যাচ। খেলা শেষে সংবাদ সম্মেলনে অধিনায়কত্বের প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে বললেন শান্ত। তিনি বলেন আমার অধিনায়কত্বের ব্যাপারে বোর্ড প্রেসিডেন্ট সম্ভবত আপনাদের সঙ্গে কথা বলেছেন। এই ব্যাপারে এখানে আমি আর কোনো মন্তব্য করতে চাইনা। হয়তো ক্রিকেট বোর্ড থেকেই একটা বার্তা পাবেন। এখন পর্যন্ত কথা হয়নি বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে। কথা হলে আমি অথবা প্রেসিডেন্ট পরিষ্কার একটা বার্তা দিতে পারব। চট্টগ্রামের আগে মিরপুর টেস্ট। এর আগে ভারত ও পাকিস্তান সফরেও সিরিজ চলাকালে মাঠের বাইরের ঘটনাই বড় হয়ে দেখা দেয় দেশের ক্রিকেটে। পাকিস্তান সিরিজের মাঝে বদলে যায় বোর্ড সভাপতি। নাজমুল হাসানের জায়গায় দায়িত্ব পান ফারুক আহমেদ। পরে ভারতে গিয়ে কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। মিরপুর টেস্টের আগে সাকিবের দেশে ফেরা নিয়ে শেরে বাংলা স্টেডিয়ামের আশেপাশে বেশ কয়েক দিন ধরে বিরাজ করে উত্তেজনা। সবশেষ মাঠের বাইরের ঘটনা জাতীয় দলের অধিনায়কত্ব। শান্তর আশা, ভবিষ্যতে বদলাবে এই পরিস্থিতি। তিনি বলেন আমি বিশ্বাস করি, সামনে থেকে হবে। সুন্দর একটা নিয়মের মাধ্যমে এই জিনিসগুলো হবে। এটা আমি বিশ্বাস করি।

পূর্ববর্তী নিবন্ধসাফের শিরোপা জয়ে কথা রাখতে পেরে আনন্দিত কোচ বাটলার
পরবর্তী নিবন্ধঅধিনায়ক হিসেবে মিরাজই কি তাহলে পছন্দ বোর্ডের