অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ পেতে দালাল নয়

কুলগাঁওয়ে জেলা প্রশাসনের মাইকিং

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

কুলগাঁও বাস টার্মিনালের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে কুলগাঁও এলাকায় মাইকিং করেছে জেলা প্রশাসন। গতকাল জেলা প্রশাসকের নির্দেশে এ মাইকিং করা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, দালাল শ্রেণীর লোকজন ভূমি মালিকদের সশরীরে ভূমির ক্ষতিপূরণ পেতে আবেদন করার জন্য নিরুৎসাহিত করছিল। বিষয়টি জেলা প্রশাসকের নজরে পড়লে সঙ্গে সঙ্গে মাঠ পর্যায়ে ৮ ধারার নোটিশ জারি এবং দালাল শ্রেণীর ফাঁদে পা না দিয়ে প্রকৃত মালিকদের সশরীরে আবেদন করার জন্য অনুরোধ জানায়। এর প্রেক্ষিতে অধিগ্রহণকৃত ভূমি সংলগ্ন প্রত্যেকটি মেইন রোড, প্রত্যেকটি গলিতে মাইকিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে মূল মালিকদের পক্ষে আশানুরূপ সাড়া পাওয়া যায়। মাইকিংয়ের পর থেকে সার্ভেয়ার, কানুনগো ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তার দাপ্তরিক ফোনে ফোন করে অনেকে আবেদনের প্রক্রিয়া জানতে চান। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ বিষয়ে জানান, প্রকৃত মালিক যেন ক্ষতিপূরণ পান সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ সোচ্চার। প্রয়োজনে ভূমি অধিগ্রহণ শাখার কর্মচারী/কর্মকর্তার সাথে আমি নিজে মাঠে গিয়ে প্রকৃত মালিককে ক্ষতিপূরণ চেক হস্তান্তর করব, যেমনটি এর আগেও করেছি। কোনও অবস্থাতেই দালাল দুর্বৃত্তদের অপপ্রয়াস সফল হতে দেব না। তিনি আরো বলেন, দালাল মুক্ত করতে এক্ষেত্রে প্রকৃত মালিকদের সচেতনতা কামনা করি যেন তারাও কোনও দালালের শরণাপন্ন না হন। ইতোমধ্যেই আমরা মাঠ পর্যায়ে অধিগ্রহণকৃত জায়গায় প্রকৃত মালিকদের কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেছি এবং এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে বড় জাহাজ বার্থিং দেওয়া শুরু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারে ভারতকে প্রস্তাব প্রধানমন্ত্রীর