অধিকার মানে অন্ন

তটিনী বড়ুয়া | রবিবার , ৪ আগস্ট, ২০২৪ at ৬:৫১ পূর্বাহ্ণ

আয়ের একমাত্র উৎস, বাসটা সেদিন

পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তের দল,

অনাহারে মরে দিনমজুর মজু মিয়া

বোবা চোখে করে অশ্রু টলমল।

রহমান চাচার যত্নে গড়া দোকান

বন্ধ রয়েছে হপ্তা দুই হলো,

প্রশাসন কহেনগুণতে হবে জরিমানা

কারফিউতে দোকান যদি খোলো।

বাচ্চার দুধ আনতে পারেনি বলে

বাসায় ফেরেনি মোতালেব গতকাল,

ছাপোষা এক কেরানির চাকরি তার

ডালভাতে কোনোমতে চলে দিনকাল।

সখিনা বিবি কচি বাচ্চা দুটো নিয়ে

ওভারব্রীজের নিচে ভিক্ষে করতো,

সন্তানের কান্না সইতে না পেরে বলে

গলা চেপে ধরি? জ্বালাস্‌ নে আর, মরতো!

তাদের কাছে অধিকার মানে অন্ন

তাদের কাছে দাবি মানে দ্রব্য,

তোমরা মাতো আন্দোলনের আক্রশে

তারা না হয় নাইবা হলো সভ্য।

পূর্ববর্তী নিবন্ধপুরনো ঐতিহ্য লোকজ খেলাগুলো পুনরুদ্ধার করতে হবে
পরবর্তী নিবন্ধচলমান অসুস্থ রাজনীতি, বাড়ছে মা বাবার উদ্বেগ ও আমাদের করণীয়