অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

অভিষেক অনুষ্ঠানে এমপি মোকতাদির

| বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, দক্ষিণ এশিয়ায় মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, সংরক্ষণ ও প্রতিষ্ঠায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন অধিকার বঞ্চিত জনসাধারণের পাশে দাঁড়িয়েছে। তিনি গত ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সার্কভুক্ত দেশগুলোর সমন্বয়ে গঠিত সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধক ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। বিভাগীয় কমিটির সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন, ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী। আবছার উদ্দিন অলি ও জুঁই চৌধুরীর সঞ্চালয়নায় বিশেষ অতিথি ছিলেন ড. মুহাম্মদ শাহজাহান, সিএমপির উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক, মুহাম্মদ মহিবুল হোসেইন, চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার, লায়ন এম. জাফর উল্লাহ, কলামিস্ট ড. মাসুম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, জাফর ইকবাল। শুভেচ্ছা বক্তব্য দেন, এসএম আজিজ, নুরুল আবছার চৌধুরী, আব্দুল মান্নান, শাহেদ খান আরজু। অনুষ্ঠানে করোনাকালীন বিশেষ অবদান রাখার জন্য গাউসিয়া কমিটি, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিষ্ঠা ফাউন্ডেশন, মানবিক হাসপাতাল, সিএমপি, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, চমেক হাসপাতাল ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডভোকেটজানে আলমের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধইসলামের পুনঃজাগরণে আহমদ রেযার (র.) ভূমিকা অবিস্মরণীয়