অধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্র্মীরা প্রস্তুত

বাকলিয়ার সভায় রাশেদ খান

| রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

 

মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড কমিটি গঠনকল্পে গতকাল শনিবার মহানগরীর আওতাধীন বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান বক্তা ছিলেন, বেলায়েত হোসেন বুলু। মো. দুলালের সভাপতিত্বে ও শামীম আহমেদের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন, মামুনুর রহমান, মঈনুদ্দিন রাশেদ, জিয়াউর রহমান জিয়া, আলী মর্তুজা খান, জমির উদ্দিন নাহিদ, এম এ হানিফ, ইসহাক খান, সাইফুল আলম দিপু। বক্তব্য দেন, ইসমাঈল সুমন, মহিউদ্দিন রনি, মো. জামশেদ, দেলোয়ার হোসেন, আলমগীর আলী, ইব্রাহিম সোহেল,বাবুল মিয়া, মোবারক হোসেন, মহরম আলী, আনোয়ার হোসেন, মো. ইমন, ফিরোজ আলী, মো. তুষার, মো. ইমরান, মো. মানিক, মো. ইসমাঈল, মো. জহির, মো. ইসমাঈল হোসেন, নাহিদুর রহমান হীরা, মো. সাঈদ, মো. আনিস. মো. সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর যুবলীগের সম্মেলন উপলক্ষে মিছিল ও সমাবেশ
পরবর্তী নিবন্ধসিআইইউর চার অনুষদে সামারের ওরিয়েন্টেশন