শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার শ্রমিক-কর্মচারীদের প্রাপ্ত মজুরি ও শ্রমের দাম কড়ায়-গন্ডায় পরিশোধ করতে হবে। তিনি আরো বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিক শ্রেণির ঐক্যের কোন বিকল্প নেই।
তাই জাতীয় শ্রমিক লীগের ব্যানারে শ্রমিক শ্রেণির ঐক্য প্রতিষ্ঠিত হলে তারা সবধরনের অর্থনৈতিক শৃঙ্খল মুক্ত হয়ে জীবনমান উন্নয়নে বড় ধরনের সফলতা অর্জন করবে। গতকাল শনিবার নগরীর ১৭নং, ১৮নং ও ১৯নং ওয়ার্ডের বাকলিয়া থানা শ্রমিক লীগের উদ্যোগে সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শ্রমিক-কর্মচারীদের মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল আলম, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশীদ হারুন, মহানগর জাতীয় শ্রমিক লীগ সিবিএ নন সিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীনা আক্তার রোজী। বাকলিয়া থানা শ্রমিক লীগ নেতা আবদুল লতিফের সভাপতিত্বে ও সমিরুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবের আহমেদ, মো. ইব্রাহীম, মো. জাফর, মো. মহিউদ্দিন, শাহজাহান ভূইয়া, রাজা মিয়া, মাহবুবুর রহমান লিংকন, শাহাজাহান সাজু, এম জি রহমান দীপু, রাজেশ বড়ুয়া, আবদুল মান্নান টিটু, হুমায়ন কবির আকাশ, আমিরুল ইসলাম শানু, রফিকুল ইসলাম রবু, তাপস দাশ, জাহাঙ্গীর হোসেন, আবদুল্লাহ আল তানিম চৌধুরী, উত্তম কুমার সুশীল, মো. সালাউদ্দিন, আবদুল হাকিম, মো. আলাউদ্দীন, নুর ইসলাম, আলী আজগর, শহীদুল ইসলাম, মমতাজ উদ্দীন, মিজানুর রহমান, মো. সোহেল, জয়নাল, মো. রিমন, মো. ইসা, মো. মহসীন, মো. হারুন, মো. মানিক রাজ, মো. মানিক, আলমগীর, আলী হোসেন, আবদুর সাত্তার, মো: রুবেল, মো: কামাল, রহিমা আক্তার শামীম, আরজু আক্তার, এনামুল হক মানিক, মো: লিজান চৌধুরী, সাজ্জাদ হোসেন বাপ্পী প্রমুখ।