বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির স্মরণসভা সম্প্রতি পাহাড়তলী এম.এস.হক স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী/পূর্ব এফএম মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক)/পূর্ব মো. মহিউদ্দিন আরিফ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী/লোকো, চট্টগ্রাম মো. ওয়াহিদুর রহমান। বক্তারা বলেন, অধিকার আদায়ে আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক এমএম শাহদে আলী। সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম ও সদস্য সচিব ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর এবিএম শফিকুল আলম। অনুষ্ঠানে রেলওয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।