বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে জনগণের ওপর স্টিম রোলার চালিয়ে আসছে। উন্নয়নের মহাসড়ক দুর্নীতির মহাসড়কে পরিণত হয়েছে। তাদের অধীনে অতীতে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, এখনো হচ্ছে না। মঙ্গলবার সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর নাসিমন ভবন প্রাঙ্গণে আয়োজিত উত্তর জেলা যুবদলের সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, চলমান আন্দোলনে যুবদলকে গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার মুখপাত্র হিসাবে কাজ করতে হবে। অধিকার আদায়ের আন্দোলনে ভ্যানগার্ড হবে যুবদল। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী ও কেন্দ্রীয় সদস্য মীর হেলাল উদ্দিনসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। তিনি বলেন, জনগণ সরকারি দলের নেতাকর্মীদের লুটপাট ও দুর্নীতিতে অতীষ্ঠ হয়ে গেছে। সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা। বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, জেলা যুবদলের সহসভাপতি ফোরকান উদ্দিন রিজভী, সৈয়দ ইকবাল, আবুল কালাম আজাদ, আমানউল্লাহ আমান, বেলাল উদ্দিন, মোক্তাদির মাওলা, লিয়াকত আলী, সাহেদ কামাল, সাবের সুলতান কাজল, শওকত আকবর সোহাগ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মোক্তার হোসেন সুজন, হারুনুর রশীদ, শফিউল আজম চৌধুরী, জাহেদ আলী, নিজাম উদ্দিন, ওসমান গনি, নুর উদ্দিন, ফয়েজ তারেক, গাজী হানিফ, সাহেদ আজম, নিজাম উদ্দিন লিটন, মোস্তাফিজ জামসেদ, শাকিল চৌধুরী, বাবলু বড়ুয়া, মাহবুব আলম, নুরুল আবসার মিয়াজী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।