প্রবাসপুর নামের অদ্ভুত এক গ্রামের পুরুষরা বেশিরভাগই প্রবাসে থাকেন। আর নারীরা গ্রামের সবকিছু নিয়ন্ত্রণ করেন। নিরাপত্তা প্রহরী থেকে শুরু করে দোকান, হাট-বাজার সবকিছুতে তাদের কর্তৃত্ব। এই গ্রামে টাকার কোন চল নেই। ডলারে লেনদেন হয়! এখানে সবাই সুখে-স্বাচ্ছন্দ্যে বসবাস করেন। কেউ কারো চেয়ে কম নয়। খবর বাংলানিউজের।
প্রত্যেকেই ‘১০০-তে একশ’। বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু করোনাভাইরাস এসে এলোমেলো করে দিলো সবকিছু। পুরুষরা সবাই বিদেশ থেকে ফিরে আসেন। যাতে বদলে যেতে থাকে গ্রামের চিত্র! মুনতাহা বৃত্তার রচনায় এমনই গল্পে ধারাবাহিক নাটক ‘১০০-তে একশ’ নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জাহিদ হাসান, সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, তারিক স্বপন, মিম মানতাশা, রুনা খান, ঊর্মিলা শ্রাবন্তী কর, সুমাইয়া মিথিলা, শামীমা তুষ্টি, মনিরা মিঠুসহ আরও অনেকে। নির্মাতা জানান, আজ ১ ডিসেম্বর থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন এই ধারাবাহিক নাটকটি। প্রতি রোব, সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টায় এটি প্রচার হবে।